বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে দু’দিন ছুটি ইদে! শিক্ষা আধিকারিককে শো কজ় করল কলকাতা পুরসভা
1 min read

বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে দু’দিন ছুটি ইদে! শিক্ষা আধিকারিককে শো কজ় করল কলকাতা পুরসভা

বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু’দিন ছুটি! নোটিস ঘিরে বিতর্ক শুরু হতেই কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এক আধিকারিককে শো কজ় করলেন পুর কর্তৃপক্ষ। অভিযোগ, ওই আধিকারিক কর্তৃপক্ষকে না-জানিয়েই ওই নোটিস ছেড়ে দিয়েছিলেন। কেন তিনি সে কাজ করেছিলেন, তিন দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে ওই আধিকারিককে।

পুর কর্তৃপক্ষের বক্তব্য, তাঁরা ওই নোটিস সম্পর্কে কিছুই জানতেন না। নোটিসটি ইতিমধ্যে বাতিলও করা হয়েছে। পুর কমিশনার ধবল জৈন বিবৃতি দিয়ে বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ওই নোটিস জারি করা হয়েছিল। কলকাতা পুরসভা ওই নোটিস সম্পর্কে কিছুই জানত না। ওই নোটিস বাতিল করা হয়েছে।’’

পুরসভা সূত্রে খবর, কলকাতা পুর এলাকায় হিন্দি এবং উর্দুভাষী স্কুলগুলির জন্য ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে দু’দিন ছুটি দেওয়া হয়েছিল ইদে। পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধারা সেই নোটিস জারি করেছিলেন। বিষয়টি নিয়ে বিতর্কের মুখে ওই আধিকারিককে শো কজ় করা হয়।

কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, অভিযুক্ত আধিকারিক কী কারণ দেখান, তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *